মাটির মানুষ বেঁধেছো সোনার ঘর
এখনো বোঁঝনি সকলি যে বালুচর।
কত সাধনায় গড়েছো প্রাসাদ খানি
লুটাবে ধূলায় কখনো তা ভাবোনি।
তোমরা ভেবেছো চীরজনমের তরে
এ ঘর তোমার- যাবে অন্যের ঘরে।
অতীব যতনে রেখেছো প্রতিটি কণা
ছেড়ে যেতে হবে ভাবো নি অবুঝ মনা।
এখনো বোঝ নি তোমার সাধের ঘর
নিয়তির টানে কাঁপছে যে থরথর।
সুখের স্বপনে রঙ্গিণ হয়েছে চোখ
রঙ্গিণ হচ্ছে তোমাদের ইহলোক।
যে লোকে তোমার ক্ষণিকের পথ চলা
যে লোকে তোমার জীবনের কথা বলা।
যে পথে তোমার স্বপনের সংশয়
যে পথে তোমার ক্ষণিকের অভিনয়।
তুমি থাকো ভাই সে পথে অটল মনে
যে পথ তোমায় ডেকে যায় ক্ষণে ক্ষণে।
যেই পথে নাই কণা পরিমান ভয়
যে পথে নাই অনু পরিমান ক্ষয়।
সে পথে তোমার চীর কল্যান হোক
চীরজীবনের পথেই তোমার চীরমঙ্গললোক।