(গীতি কবিতা)


যতই দেখছি কালো ও চোখের পানে
ততই ভরছে মন  গানে আর গানে।২
ঐ হাসি, ঐ মুখে কতই যে মায়া
ঐ চোখে, এলোকেশে শুধু প্রেম ছায়া
কি যে সুধা ঐ লাজে আর অভিমানে
যতই দেখছি কালো ও চোখের পানে
ততই ভরছে মন  গানে আর গানে।
তোমার ভঙ্গিমাতে শিল্পের কাজ
চোখের চাহণিটাতে  ফাল্গুণি সাজ
কোকিলা কণ্ঠে বাজে মায়াবিণী সুর
বেদনবাশরীমায়া কত যে মধুর
ঐ রূপচন্দ্রিমা  আবেশ আনে
যতই দেখছি কালো ও চোখের পানে
ততই ভরছে মন  গানে আর গানে।২
স।২/৯
গীতি কবিতা।