আমার দেহের রক্ত বলছে ডেকে
কোথায় রয়েছো আমার দয়াল প্রভূ
তোমার কথায় চলছি আমরা জন্মের শুরু থেকে
তোমার কথায় কোনদিন কোন কালে
ভুল করে থেমে গেলে
ভূলোনা মোদের কভূ।
আমার দেহের মাংস বলছে আমরা তোমারই সব
তোমার দয়ায় আমাদের বেঁচে থাকা
তোমার কথায় কোন দিন যদি আমরা শুকিয়ে যাই
ভূলনা মোদের আমরা তোমার অনুসৃষ্টিই শুধু
প্রতি মুহূর্ত তোমাকেই তাই ডাকা।
আমার দেহের প্রতিটি অঙ্গ প্রতি-অঙ্গ বলে
সারাবেলা তারা ডাকছে প্রভূকে বলছে যে দয়াময়
ক্ষমা করে দিও কোনদিন যদি ভূল ত্রুটি কোন হয়
ক্ষমা করে দিও কালের স্রোতায় হয়ে যাই যদি ক্ষয়।
আমিই কেবল অধম পাপি যে, হতভাগা নচ্ছার
তোমার কথাটা শুনি না, মানি না,বুঝি না ভন্ড আমি
করজোড়ে বলি ক্ষমা করো আজ স্বামী
তোমার পথের উল্টো দিকে যে হাটতেই সোচ্চার।
     (পবিত্র শবে কদর উপলক্ষ্যে)
       ২৬