অন্য মনে চলে যাই কালের গন্ডি ছেরে আমি
অন্য মনে দেখে যাই দিব্য স্বপন
অন্য দেশ, দ্বিপ, যুদ্ধ, রক্তক্ষরণ
ভিন্ন কোন নাগরিক ভিন্ন সব জনসাধারণ।
মাথায় করছে ভিড় ভিন্ন সব দারুণ খেয়াল
আবার ফিরেই দেখি নষ্টক্লিষ্ট বাস্তবের রুগ্ন দেয়াল।
নিদাঘ রাতের শেষে নিরীহ শব্দের মতো চুপি চুপি আসে
অবোধ শিশুর মতো দাড়ায় সে পাশে।
কখনো বা দাড়ায় সে সর্বহারা চোরের মতন
আমার মাঠের ফল কেড়ে খায় ঘরছারা দশ্যু যেন এক
দুরন্ত ঝড়ের মতো লুটায় চেতন।
অন্য মনে ফিরে চলে যাই
নিঃস্ব পথিক যেন ফিরে ফিরে চাই।
শব্দময় লোকালয়, কারুকার্যময়
ছন্দময়,দ্বন্দ্বময়,মহানন্দময়।
পৃথিবীর পথ,নদী, পাহাড়,বন্দর
মরুভূমি, সাগর আর প্রাচিন নগর
সহসাই দেখি যেন ছায়ার মতন
চলছে আমার সাথে দুরন্ত স্বপন।
দিবসের পদপ্রান্তে আমি যেন কোন এক ধুপের ছায়া
আধেক স্বপ্ন আর আধা জাগরণ
আধেক জীবন আর আধেক মরন।