দোষ যতটুকু ছিল তা আমার মস্তিস্কের।
আমার নয় মোটেই
নইলে তাকে আমি কেন খুজে  বেড়াই
দিশেহারা নষ্ট লোকের মতো।
কখনো পল্লীতে কখনো শহরে
কখনোবা রাজধানীর ব্যস্ততম সড়কে
এভাবে খুঁজে বেড়ানোর কোন মানে হয়?
মস্তিস্কের নিউরনগুলো ছিলো
একটা গভীর ঘোরের মধ্যে।
ডেনড্রাইভগুলো ছিল অনেকটা একরোখা
নইলে এই জমকালো অন্ধকারে
কেন খুঁজে বেড়াই।
আসলে আমি বাঁধা পরেছিলাম
গভীর সান্নিকার্ষিক নিয়মে
তা না হলে কেনইবা
এই কুলছারা দরিয়ায় ঝাপ দিলাম।
প্রেম দরিয়ায় সাতার কাটছি, ডুব দিচ্ছি
আর কত যুগ পরে সেই ঝিনুকের দেখা মিলবে।
৫৩/৫