একটা মশা এলো, দুর্দান্ত মশা।
চোখে তার মৃত্যুর আল্পনা
মনে তার ধ্বংসের জল্পনা
আর
বুকে তার পরিপূর্ণ অভিশাপ।
হৃদপিন্ডের কালো গহ্বরের পটে
নিকষ কালো অন্ধকার।
দুঃস্বপ্নের কালিতে  পরিপূর্ণ হৃদয়।
একটা শুমশাম শান্তির জনপদে নেমে এলো সে।
বুক থেকে ঢেলে দিয়ে গেল
মৃত্যু বিষের বীজানুগুলো।
তারপর…..
সেই শান্তিনগরির শান্ত মানবেরা
মৃত্যুর কোলে শায়িত হলো।
অথবা কেউ মৃত্যুর পথে।
তারপর
সেই দুষ্ট দানবীয় মশা
ফিরে চলে গেল রাক্ষসনগরিতে।


৫০/২৮