তোমাকে ছুঁয়ে দেখার বড্ড ইচ্ছা ছিল আমার
সেই সুদীর্ঘকাল থেকে। শতাব্দি কাল থেকে।
খুব সন্তর্পনে ছোট্ট শিশুর মতো
অবুঝ স্বপ্নগুলো সাজিয়েছিলাম।
হৃদয়ের আলতারাঙা রক্তবিরাগে
সাজিয়ে রেখেছিলাম কল্পনার সংসার
জীবন্ত নন্দনবাসর।
নিজেকে অভূক্ত রেখেছিলাম কয়েক শতাব্দী
যেন জৈবিকতার দুষ্ট দানব
স্পর্শ না করে এই দেহ।
তবে জেনে রাখো
তোমার কাছ থেকে নিরাপদ দূরত্ব চাই
কারন
তোমার ছোঁয়া পেলেই সব নষ্ট হয়ে যাবে।
প্রেম পবিত্রতা হারাবে
আমার স্বপ্নগুলো পালিয়ে যাবে।
কল্পনার রূপকল্প হারিয়ে  যাবে চীরতরে।
বরং তুমি দূরেই থাকো
আর আমার প্রেম চীরকালের জন্য পবিত্র রাখো।


৫০/৩৬