(১)
তোমার চরণে জীবন আমার তোমাতেই মরণ
তোমার চরণ ধূলাই আমার জীবনের স্বপন।
আমার জীবন গোনায় ভরা শুধু কালিমায়
চলতে গেলেই কেমন করে পথ যে ভূলে যাই
ভূলের পথে কোথায় যাবো পাই যেন চরণ।
সকাল, বিকাল সকল কাজে হয় যে আমার ভূল
ভাঙা হাল আর ছেঁড়া পালে পাই না খুঁজে কূল।
তোমার মাঝেই বিলীন হবো তোমায় হবো ক্ষয়
তোমার পানেই বিশ্বভূবন অবাক চেয়ে রয়।
তোমায় পেলে স্বর্গ নরক চায় না আমার মন।
তোমায় পেলে চায় না এ মন মানিক ও রতন।
                     (২)
আমি কাছে এলে বলো দূরে সরে যাও
দুরে গেলে দুটি আঁখি জলে ভাসাও।২


কত দিন কতরাত মোহনীয় ক্ষণে
দুটি মন মিলে যেত মধুর লগণে
কোন অভিমানে আজ ফিরে চলে যাও
আমি দূরে গেলে আঁখি জলে ভাসাও
আমি কাছে এলে বলো দূরে সরে যাও
দূরে গেলে দুটি আঁখি জলে ভাসাও।


আষাঢ় মেঘের দিনে ঘোর বরিষণে
স্বপ্ন রচনা করো তুমি নিরজনে২
আমায় ফিরায়ে আজ নিজেরে কাঁদাও
আমি দুরে গেলে কেন ব্যথা তবে পাও২
আমি কাছে এলে বলো দূরে সরে যাও
দূরে গেলে দুটি আঁখি জলে ভাসাও।২
           (গীতি কবিতা)