আবার এলাম ফিরে কবিতার এই আসরে
কবি আর কবিদের হৃদয়ের মহামিলনের
স্বপ্নের এই বাসরে।
তোমরা কি ভেবেছিলে এতদিন কোথায় ছিলাম
ভেবে বুঝি নিয়েছিলে অন্য কোন গ্রহের ভিতর
লুকোচুরি বুঝি আমি খেলিতেছিলাম।
হয়তোবা ভেবেছিলে কোনদিন আসব না ফিরে
তোমাদের ভাবনার কুসুম কাননে
তোমাদের ভাবনার অজস্র উর্মির সাগর তীরে।
তোমাদের অনুভবে, কল্পনার দিগন্তের পাখিদের সারথী হয়ে
ফিরেই এলাম
ক্লান্ত, শ্রান্ত আমি পাখনাবিহীণ কোন পাখি যেন এক
তোমাদের সৃষ্টির মানসমূর্তিটির চরণতলে
জানাই সেলাম।


২৯/১৫