(গীতি কবিতা)


না হয় না তুমি এলে এই সন্ধ্যায়।
আমি তবু বসে থাকি এই নিরালায়।
না হয় না তুমি এলে এই সন্ধ্যায়।
না হয় না নিয়ে এলে তুমি কোন ফুল
হয় যদি সব চাওয়া  ভূল -২
এ ফুলের মায়া তবে পরে থাক এই পথে
পরে থাক ভূলেরই মায়ায়
না হয় না তুমি এলে এই সন্ধ্যায়-২
না যদি এলে তুমি এ জীবনে আর
এ জীবনে আসলে আঁধার
যদি না আসে ঐ দুই চোখে জল তবে
ক্ষতি নেই জীবনে আমার
না হয় না হলে তুমি স্বপ্ন আবার
দু চোখের জল হবে তুমি আমার
যদি না আসো তুমি আমি হবো মরুভূমি
নিজেকে জ্বালাবো সুখে শেষের বেলায়
না হয় না তুমি এলে এই সন্ধ্যায়।
আমি তবু বসে থাকি এই নিরালায়।২


(গীতি কবিতা)
স।১/১৭