আমি কবিতা লিখতে গেলেই বর্ণেরা পালিয়ে বেড়ায়
প্রিয় শব্দগুলো হারিয়ে যায় ভিন্নজগতে।
ভাবের রাজ্যে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাই।
কবিতার উপযুক্ত ছন্দ, গতি খুজে পাই না কোনটাই।
এখানে ওখানে হন্যে হয়ে খুজে বেড়াই।
একটা পরিশুদ্ধ কবিতার ভাস্কর্য্য তৈরীর প্রত্যাশায়
আমি যেন কোন অদক্ষ ভাস্কর
প্রিয় কবিতা নির্মানের বিদ্যাটা হারিয়ে ফেলি বারবার।
ইশ্বরের কাছে হাত পাতিয়ে থাকি ফকিরের মতো
একটি শব্দ বা বাক্যের জন্য
যা দিয়ে আমার কবিতার অলংকরন হবে।
কবে হবে আমার সেই দীক্ষা।
যে কবিতায় শ্রোতারা মন্ত্রমুগ্ধ হবে।
আর হবে বিমোহিত।


৫১/৩০