গীতি কবিতা


যখন ভাঙলো তোমার ভূল, তখন আনলে বাসি ফুল।
তখন আমি প্রেম সাগরে হারিয়েছিলাম কূল।২
যখন ভাঙলো তোমার ভূল তখন আনলে বাসি ফুল।
যখন তুমি আনলে ও ফুল আর ঐ ফুলের মালা
তখন আমার গলায় ছিল অন্য মালার জ্বালা
তাইতো আমি ভূলেই দিলাম প্রেমেরই  মাশুল
যখন ভাঙলো তোমার ভূল তখন আনলে বাসি ফুল।
যখন আমি দূরের পথে জীবন মরণ নদীর স্রোতে
তখন কেন ডাকলে আমায় নতুন প্রেমের সাথী হতে
তাইতো আমি পথ হারালাম হলাম যে বিবাগী
তোমার  চোখের শেষের মায়ায়, তোমার ভূলের লাগি
ছড়িয়ে গেল ধূলোর পথে ব্যর্থ প্রেমের  ফুল
যখন ভাঙলো তোমার ভুল তখন আনলে বাসি ফুল
তখন আমি প্রেম সাগরে হারিয়েছিলাম কুল।


স।১/১