পলাশ গাঙ্গের মাঝি আমি
গাঙ্গের মাঝেই বাঁচি
গাঙ্গের মাঝেই জীবন আমার
ঢেউএর সাথে বাজি।


নদীর মতো মনটি আমার
দোল দিয়ে যায় বারে
স্বপন স্রোতে হারিয়ে যায়
নীড় হারাবার পারে।


এই কুলেতে বসত করি
ঐ কূলেতে ঘর
এ কূল ও কূল দু কুল মাঝে
কখন ওঠে ঝড়।


ক্ষনেক মায়ার ছায়া হতে
এ কূল ভালবাসি
ও কূল শাপে তরির সাথে
মাঝ নদীতে ভাসি।


কত আশেক পার হয়ে যায়
কত রসিক জন
ফেরার পথে ডাক দিয়ে যায়
ভাবেরই গুঞ্জন।


মায়ার বাঁধন ছিন্ন করে
পথিক যে যায় চলে
পথের টানেই দিন রাত্রি
থাকি আমি পরে।


কত ঘরের প্রেম বিরহের
যোগসূত্র আমি
আপন ঘরের পর্শ কভূ
পাই না দিবস যামী।


উষার আলো পূব গগণে
যখন রঙে মাতে
আবিড় রঙ্গে মন যে আমার
ছবির মালা গাঁথে।