প্রভূ হে আমার
কত অলি আর,গাউস,কুতুব,কত দরবেশ আসে
তারা আসে আর ভক্তির গানে ভক্তির সুরে ভাসে
স্তব তানে,ভক্তের গানে ভরে যায় দরবার।
অবাক হৃদয়ে কান পেতে আমি শুণি আর শুধু শুণি
মনে মনে ভাবি ওনারা যে জ্ঞাণি,ওনারা কতই গুণি।
কত কবি আসে মায়ায় মায়ায় গেয়ে যায় কত গান
কত সখা আসে আরো কত পীর আরো কত আশেকান।
বহিরাঙ্গণে একটু উঠোনে একা একা বসে থাকি
তোমাকে শোনাবো মায়াময়গীতি মনে মনে ছবি আঁকি।
মনে মনে ভাবি কখন গাবো যে কখন পরবে ডাক
গান হল শেষ দরবারে তব শেষ হলো ডাকহাক
দিন হলো শেষ সন্ধ্যা যে এলো সবাই ফিরল ঘরে
খুশি মনে সবে তোমার গান যে করে।
সকলের গান শুনলে যে তুমি অন্তরালেই থেকে
সকলেরে তুমি দিলে উপহার আমায় ব্যতিরেকে।
খুলল না তব দ্বার
সারা দিন হল বৃথাই বুঝি আমার
আমার তুচ্ছ কয়েক চরণ তোমার প্রেমের গীতি
শোনানো হলো না আমার হৃদয় প্রীতি।
দরবারে নয় নিরবে,নিভৃতে যতটুকু পারি গাই
আমার বেসুরো গীতিগুলো সব কোন দিন কোন কালে
তোমার চরণে পেয়ে যদি যায় ঠাঁই।
১০/৩৫