যখন তাকিয়ে থাকি
একটি টকটকে আশ্চর্য্য গোলাপের দিকে
একটি পূর্নাঙ্গ সৌন্দর্য্যমন্ডিত গোলাপের দিকে
একটি ফুটফুটে নিস্পাপ গোলাপের দিকে
পরিপূর্ণ নিষ্কলঙ্কের দিকে
সদ্য প্রস্ফুটিত পবিত্র ফুলের দিকে
তার গভির সৌন্দর্য্য আমাকে মোহিত করে।
মোহাবিষ্ট মানুষের মতো তাকিয়ে থাকি
নিবিষ্ট মনে।
গভির চিন্তার রেখা কপালের ভাজে
চিহ্নিত হয়, প্রতিভাত হয়।
আমি গভির আবেগে আপ্লুত যাই
বেদনায় বিগলিত হই
বিয়োগ ব্যথার অনিবার্য্য পরিনামে।
লবনাক্ত অশ্রুধারায় দুই চোখের চারিধার টইটুম্বুর হয়ে ওঠে।।
আমি ফুলকে শুকিয়ে যেতে দেখেছি।
খুব সন্তর্পনে কখনো সকালে, কখনো সন্ধ্যায়
অথবা কোন বিয়োগান্তক মুহূর্তে
মাটির মমতাময়ী কোলে ঝরে পরতে দেখেছি।
মনের অজান্তে আমি বলে উঠি
“ হে আমার প্রিয় গোলাপ,
তোমার উজ্বল সৌন্দর্য্যের অলৌকিক মাধুরীতে
আমি এক ভক্ত পথিক।
যতকাল ফুল ফুটবে, ফুল ঝরে যাবে
ততকাল আমি বেদনার্ত হবো।
৫১/২৭