ভূমিকাঃ অংপুর শহরত হামার এক কবি বন্দু হামাক কবিতে লেকপের কচে। সেই কবিতে  হামার  ভাষাত নাকি লেকা লাগবি। আচ্চা কনকো বাহে হামরা আনা মেলা দিন বাইরে বাইরে নেকা পড়া করে আর বাইরে বাইরে চাকরি বাকরি করে ম্যালাখানি ভদরো হচি। ভদরো ভাষাত কিচু কিচু কবিতেও লিকচি। একন হামি এদদিন পরে গাও গ্যারামের ভাষা দিয়ে ক্যামনে কবিতে লিকি। হামি এ্যালা মহা ভাপরত পরে গেলেম। সেই কয়যুগ আগে ছোট ব্যালাত যকন গেরামত আচিলেম তকনই মনখুলে কতা কচিলেম গাঁয়ের ভাষাত।  হামার কবি বনদু কচে গায়ের ভাষাত কবিতে লেকলে নাকি আবার গায়ের কতা মনে হবি।গায়ের দিকে টান বাড়বি। সেই জন্যে হামি এই পথ্থম গায়ের ভাষাত কবিতে লেকা শুরু কললেম। ভূল তুট্টি হলে তোমরা এ্যালা মাপ টাপ করে দিয়েন বাহে। একন কবিতে লেকপের যায়া হামার ছোট বেলার কতা মনে পততেচে খালি। তাই ছোট বেলার ঘটনা নিয়ে এ্যাডা কবিতে লিকতিচি। হামার এই কবিতেডার নাম দিলেম সূতো ছেড়া গুড্ডি।
          "সূতো ছেড়া গুড্ডি"
হামার এ্যাডা গুড্ডি আচিলো ছোট ব্যালাত।
খুব যত্তন করে গুড্ডিডা বানাচিলেম।
গুড্ডিডা দেকার জন্যে হামার মন উতলা হয়া থাকতো।
ওটা আকাশোত উড়ে দিয়ে ওর খ্যালা দেকতে হামার ভিষণ ভাল লাগে।
কত্ শত্ দিন যে স্কুলোত ফাঁকি দিয়ে বাড়িত আচ্চি তার কোন হিসেব নাই।
খুব যত্তন করে গুড্ডিডা বানাচিলেম। তাই অর পত্তি হামার খুব দরদ আচিলো।
কোতাও ব্যাড়াবার গেলে খালি ঐ গুড্ডিডার কতা মনে হচিলো।
একদিন স্কুলোত ফাঁকি দিয়ে তাড়াতাড়ি বাড়িত আচ্চি
মনখুলে আজগে গুড্ডি ওড়ামো।
তাড়াতাড়ি দুইচার মুট আল্লে লবনভাত খায়া দুপুর ব্যালা বাড় হলেম পাতারের মদদে।
গুড্ডিডাক দেকে আজগে খুব বেশি মায়া লাকতেচে।
বারবার খালি অর মুকের দিকে তাকায়া থাকি হামি।
আজগের বাতাসটাও খুব উতলা মনে হচ্চে।
আজগে কেনজানি মনের মদ্দে ভয়ভয় লাগতেচে।
যাই হোক চতরি মাসোত দুপুর ব্যালাত
গুড্ডি উড়ে দিলেম আকাশোত।
পাতারের মদদে এ্যাডা ছোডো ছাতেন গাচের নিচে হামি বসে।
ম্যাগেরা হামার দিকে উকি দিয়ে দেকতেচে খালি।
গাচের ওপরোত কয়ডা টুনটুনি পাকি কিচকিচ করে গান গাচ্চে।
ছোডোছোডো কয়ডা ওটরা হামার পায়ের কাচে।
কয়শো গজ দুরে এ্যাডা কাচা সড়কের উপর দিয়ে নাইওরি যাচ্চে।
সেই গরুর গাড়ির চেকন চাকার কচকচানি শব্দ শুনতেচি মন দিয়ে।
নাইওরিডা টাবরের ফাক দিয়ে চায়া আচে।
মনে হয় বাপের বাড়ির বাচুরডার কতা মনে হচ্চে।
হামি আবার গুড্ডিডার দিকে দেকলেম।
দেকি অর মনডা খুব খারাপ।
হামি অক কলেম ইশারাত," কি হচে তোর কতো
মুক ক্যান গোমড়া করচিস"।
ও কিচুই কয়না, খালি হামাদ্দিকে মাজে মাজে তাকায়া থাকে।
অর চোকত মনে হয় পানি।
হটাত দেকি আকাশোত কালো ম্যাগ।
সেই সাতে দমকা বাতাস।
ম্যাগটা ছুটে আসতেচে এই দিকে।
আশে পাশে ধূলো বালি উড়তেচে খুব।
সেই ধূলো চোকের মদ্দে ঢুকলো হামার।
হামি কিচুই দেকপের পাচ্চিনে।
ম্যাগের সাতে দমকা বাতাস আসে গুড্ডিডাক জোড়ে টান দিলো
সাতে সাতে ছিড়ে গেল সূতো।
চতরি বাতাসের টানোত কোটে যে হামার গুড্ডি পালায়া গেল কিচুই বুজলেম না।
অনেক কষ্টে চোক মেলে দেকি হামার গুড্ডিডা নাই।
কত যে খোজাখুজি কললেম গুড্ডিডা
কোটেও পালেম না।
শকতো বাতাসের টানোত সূতো ছিড়ে গুড্ডিডা হামার নাই হয়য়া গেল।
একনো হামি গুড্ডিডাক খুজি যদি কোটেও দ্যাকা পাওয়া যায়।


কোড।৪২/৩
৯.২.১৯. ১০.৪০ মি.
আঞ্চলিক ভাষায় রচিত। কোন শব্দ বুঝতে না পারলে প্রশ্ন করতে পারেন।