(১)
তোমরা সবাই ফিরবে যখন ঘরে
দুইটি ফোঁটা সেই আঁখিজল রেখো
শুধুই আমার তরে।
ডাকলে যদি না দিই সাড়া
করবো তবু পথ ইশারা
সেই পথে গো তোমরা তখন
ফিরবে আমার ঘরে।
আবার যদি তেমনি করে
সেই অাঁখিজল ঝরে।
আমার পথের অন্ধকারে
তোমরা নিও আলো
আমার যাবার পথের কাঁটায়
ফুলের গন্ধ ঢালো।
          ( ২)
আমার যাবার বিষম কালে কলকলাবে
অবাক হবে - খাঁচার পাখি ছলছলাবে
দুইটি আখি- হয়তো কেহ ভাব ছড়াবে
স্মৃতির পাতায় - আবার কেহ লাভ জড়াবে।
আবার যদি উথলে ওঠে বুকের কাছে
সকাল,দুপুর,বিকাল এবং রাত্রি মাঝে।
চোখের কোনে ছলছলিয়ে গড়ায় নদী
মায়ার বাঁধন ছিঁড়বে তখন হারাই যদি।