হাতি চলে রাজপথে চামচিকা সাথে চলে
চামচিকা গান গায় সাব্বাস হাতি বলে।
হাতি চলে হাতি চলে আশে পাশে ভক্ত
হাতি চলে রাজহাতি, নাই ব্যথা শোকতো।
হাতি চলে, হাতি হলে চামচিকা কত শত
হাসি মুখে দেয় তারা হাততালি অবিরত।
হাতি চলে রাজহাতি সেলাম যে কত পায়
চামচিকা আশে পাশে খুশিতে তারা লাফায়।
হাতি চলে রাজপথে কি বিশাল দেহ তার!
চোখটা নয় যে বড় কি বিচার বিধাতার।
রঙে ঢঙে চলে দ্যাখে না যে ভাল তাই
ভূল করে ভূল পথে অনায়াসে হেটে যায়।
হাতি চলে ভূল করে পাও দেয় কাদা পথে
কে করিবে উদ্ধার হাতিটারে কোন মতে।
বেচারা চালায় তবু পা' তোলার চেষ্টা
কি হবে এখন তার! কি হবেরে শেষটা।
লাভতো হয় না কিছু হাতি তবু নড়ে চড়ে
হাতিটার শরীরের ঘাম ঝরে ঘাম ঝরে।
"কই গেলি চামচিকা?"অস্ফুটে বলে হাতি
দুই, চার চামচিকা হাতিটায় মারে লাথি।
কেউ কেউ যে আবার জোরে দেয় হাততালি
ফেউ বলে, "শালা হাতি, মর এবার খালি খালি"।
হাতিটার রাগ বাড়ে আরো বাড়ে টেনশন
বেড়ে যায় হার্টবিট, বাড়ে প্যালপেটিশন।
হাতিটা দেখছে চেয়ে কেউ নাই হায় রে!
বিপদের আঁচ পেয়ে সকলে পালায় রে।
কই গেল চামচিকা? কই গেল ভক্ত?
চোখ দিয়ে গড়ে পরে ফোঁটা ফোঁটা রক্ত।


       ২১/৪০...ক
           রংপুর। ২০১৬