হৃদযন্ত্রে হৃদয়ের পিন্ড নামে আছে এক হৃদয়ের ঘর
এ কেমন কথা বলো জন্মই দিল তারে দেহের কবর।
শোণিতে শানিত তার জীবনের চিহ্ন আনে হৃদয় কাফন
কবর প্রদীপ সদা বেঁচে রাখে দুনিয়ার বিষয় বাসন।


হৃদযন্ত্রে সারাক্ষণ ধমনী ও শিরায় শিরায় বহে খুন
মেদ,মজ্জা স্নেহ দিয়ে স্নিগ্ধ করে রাখে সারাখন।
অস্থির পিঁজর দিয়ে বাঁধা আছে অহোরাত্র হৃদয়ের কল
প্রেমের বহ্নি সদা জিইয়ে রাখে জীবনের প্রকাশ সকল।


শতপাকে বাঁধা আছে শত গ্রন্থি হৃদয়ের যন্ত্রের ভিতর
এখানে সেখানে খুঁজি কোন খানে বসে আছে প্রেমের সে বর
কোন খানে ফলায় সে নিখিলের স্বপ্নঘেরা সোনার ফসল
কোন খানে জেগে আছে বেদনার বীনাপাণি সুখের কমল।
            (যুগল চোখ)