যাওয়া আসা
শরীফ আহমাদ।


রাত যাচ্ছে দিনের কাছে দিন যাচ্ছে রাতে
দুপুরটা হয় বৈকালিক আর সন্ধ্যা যায় প্রভাতে।
শৈশব যায় কৈশোরে আর যৌবন যায় জড়ায়
আলোক যাচ্ছে কালোর মধ্যে কালো আলো ছড়ায়।
গ্রীষ্ম ডুবে বর্ষাতে আর বর্ষা যায় শরতে
শরৎ যাচ্ছে হেমন্তে আর হেমন্ত যায় র‌থে।
শীত হচ্ছে বসন্ত আর বসন্ত  যায় গ্রীস্মে
এই যে ঋতুর মজার খেলা চলছে সারা বিশ্বে।
দুঃখগুলো যাচ্ছে ছুটে সুখের ছোঁয়া নিতে
সুখের হরিণ যায় পালিয়ে জরায় ধরা দিতে।
মরন থেকে আসছে ছুটে দুরন্ত জীবন
জীবন যাচ্ছে মরনভেলায়  ভাবছো কি হে মন!
কোথায় যাচ্ছে জীবনেরা জীবন বোঝে না রে
জীবন যাচ্ছে মায়ায় মিশে সত্য খোঁজে না রে।
গতকল্য ছিল যেটা দিব্য বর্তমান
গতকালের বর্তমান সে অদ্য হল ম্লাণ।
অদ্য দিনের সত্য যেটা কাল যে হবে গত
আগামিকাল যে অদ্য হবে অন্য দিনের মত।
গত, অদ্য, আগামিকাল এই যে দারুণ খেলা
একটা আসে আরেকটি যায় বিশ্ব জুড়ে মেলা।


    ২/১৩