জাতীয় পতাকা
শরীফ আহমাদ।


একটি দেশের জাতীয় পতাকা সিমানার কথা বলে
একটি দেশের জাতীয় পতাকা ঠিকানার কথা বলে।
একটি দেশের জাতীয় পতাকা একতার কথা বলে
একটি দেশের জাতীয় পতাকা সাম্যের কথা বলে।


জাতীয় পতাকা একটি দেশের রক্ত চিহ্ন আঁকে
জাতীয় পতাকা একটি দেশের শান্তির প্রতি ডাকে
জাতীয় পতাকা একটি দেশের ইতিহাস তুলে ধরে
জাতীয় পতাকা একটি দেশের প্রেমের কাব্য গড়ে।


জাতীয় পতাকা বিশ্বের মাঝে দেশটাকে তুলে ধরে
জাতীয় পতাকা দেশের মধ্যে দেশকে শক্ত করে।
জাতীয় পতাকা মানুষের চোখে স্বপ্নের ছবি আঁকে
জাতীয় পতাকা তোমায় আমায় এক সিমানায় রাখে।


আমার দেশের জাতীয় পতাকা হৃদয়ের কথা বলে
শিক্ষা শান্তি ঐক্য প্রগতি একটি ছাঁয়ার তলে।
আমার দেশের জাতীয় পতাকা সকল দেশের চেনা
লক্ষ লক্ষ জীবনের দামে রক্ত পতাকা কেনা।


আমার পতাকা আমার প্রিয় তোমার পতাকা তোমার
তোমার আমার একই পতাকা বিভেদ নাই তো
আর।
সকল পতাকা এক যদি হয় একটি ছাঁয়ার তলে
পতাকারা সব এক ঠিকানায় শান্তির কথা বলে।


       ২৩/৩৩