যত দূরে যাই
আমার এ মনটারে এখানে ফেরাই
জানিনাতো বাঁধা আছি কি সে
এ মাটির মমতায় মিশে।
এ মাটির অমূল্য প্রেম
এ নারীর ভালবাসা হয়ে অাছে প্রতি ঘরে অশেষ অসীম।
এ শিশুর হাসীর অনাবিল
পৃথিবীর প্রতি ঘরে মিশে আছে চীরকাল
ভরে আছে বিশ্বনিখিল।
যত দুরে যাই
ততবার এ দিকেই ফিরিয়া তাকাই
যতবার ফিরে যেতে চাই
ততবার বাঁধা পড়ে থাকি
পৃথিবীর মায়া মমতায়।
যত দূরে যাই
যতবার জীবনের মৃত্যু আসে ফিরে
ততবার যেন আমি তোমাকেই পাই।
ততবার শতপাকে বাঁধা পড়ে থাকি
জীবনের মহামমতায়।
যত দূরে যাই
যতবার জেগে ওঠে ভৈরবী সূর
ততবার তোমাতেই নিজেকে মেশাই।