বায়ু বহে শন্ শন্ শন্
কিসে যেন আনমন মন।
চমকিয়া ওঠে সারা গায়
আচমকা এই মধু বায়।


মনে হয় এই বুঝি কাছে
হয়তোবা বেণু বন মাঝে
ভেসে আসে সকরুণ সুর
মন হয় উতলা দুপুর।


পাতা কাঁপে থর্ থর্ থর্
ঝরাপাতা ঝর ঝর্ ঝর্
নিমেষেই ছেয়ে যায় মাটি
বিধাতার হাতে গড়া পাটি।