যে নামে লিখেছি মন সেই নাম অপরিত্যজ্য
যে ভাব'এ ভরেছি বুক সেই ভাব'এ ভরা হৃদরাজ্য।
মনের গভীরে নাম, নামে নাই আর কোন ভাজ্য
সে নামের আগাগোড়া সেই ভাব আজ অবিভাজ্য।


মুখের বাইরে সুখ, সুখের ভিতরে যত নষ্ট
সুখের ব্যবচ্ছেদে খুজে পাই লালরঙ কষ্ট।
কষ্ঠের হাটে গিয়ে সুখ কিনে হই অতিভ্রষ্ট
সুখ আভিজাত্যে অসুখটা অতিষ্পষ্ট।


ভাবনা বাড়ছে যত সে নামের চিহ্নটা কই
জীবনের পরাকাষ্ঠে আজীবন বাঁধা পরে রই।
জীবন বোঝে না কেউ আশেপাশে শুধু হৈ চৈ
জীবনের যাতাকলে জীবনটা কই গেল কই?


৪৯/৩৯