যদি কোনদিন এই পৃথিবীতে
যুদ্ধ হয়।
ভয়ানক যুদ্ধ
পৃথিবীর সবগুলো অভিজাত রাষ্ট্র আধিপত্য আর আভিজাত্য বিস্তারের উন্মত্ত নেশায়
মানচিত্র অবিকৃত রাখার শহিদী জোসে
সীমানা সমৃদ্ধ করার উন্মাসিকতায়
নিজের অস্তিত্ব টিকে রাখার বা জাতিসত্বাকে বাঁচিয়ে রাখার ন্যায়পাগলামীর খেলায়
যদি যুদ্ধ শুরু হয়ে যায়
প্রলয়ঙ্কারী যুদ্ধ।
সর্বনাশী অস্ত্রগুলোসব
মানুষের শহরগুলোতে ব্যবহার করা হয় বৃষ্টি বর্ষনের মতো
প্রলয়ঙ্কারী পরমানু অস্ত্রগুলোসব আমাদের শ্যামলা  গ্রামগুলোতে ব্যবহার করা হয়
বিজলী বর্ষনের মতো।
যদি মানুষগুলোসব খুব সহজেই পার হয়ে যায় পরপারে
উধাও হয়ে যায় পৃথিবীর শহর,গ্রাম, বস্তি থেকে
তখন কি বনের সম্ভ্রান্ত চতুষ্পদ পশুগণ
চলে আসবে মানুষের বসতিগুলোতে
গ্রামগুলোতে,শহরগুলোতে।
তারাই কি দখল করে নেবে সব
সরকারি অফিস,বাণিজ্যিক অফিস, প্রশাসনিক ভবন, সামরিক, আধাসামরিক ভবন
হাইকোর্ট, সুপ্রীমকোর্ট,
পার্লামেন্ট, রাজপ্রাসাদ।
ওরাই হয়তো টিকে থাকবে এই পৃথিবীতে
স্বপ্নের সভ্যতা গড়ে তুলবে একদিন
তাদের মনের মতো করে।
শ্রেষ্ঠ প্রজাতি হিসে্বে ওরা ঘোষণা করবে নিজেদের।
কারন ওদের মধ্যে ততটা হিংসা নেই
যতটা আছে মানুষের।
৪৬/২১