যুদ্ধ হচ্ছে,যুদ্ধ হচ্ছে মানুষ মরছে শুধু
এক,দুই নয় হাজারে হাজার, শহর হচ্ছে ধু ধু।
শস্যশ্যামলা ফসলের মাঠ বোমার আগুণে পুড়ছে
অগ্নিবক্ষ ভয়াল পক্ষী আকাশে কেবলই ঘুড়ছে।
অপরাধহীণ কোলের শিশুরা নিষ্ঠুরতায় মরছে
শান্তির নীড় ভাঙছে কেবল সকলই কবর করছে।


বয়সের ভারে অসহায় বুড়ো, তবুও পায় না নিস্তার
প্রেমহীণ এই পৃথিবীতে দেখি রক্তের পারাবার।
ফুলশয্যায় নববরবধু বোমার আগুণে মরছে
জীবনের ভয়ে পালিয়ে মানুষ গ্রামটা উজার করছে।
ধ্বংস হচ্ছে উপাসনালয় মানুষ মরছে হেথা
রক্ত ঝরছে নিস্পাপ দেহে, নাই কারো মাথাব্যথা।
মানবতা নাই দানবিকতায় সভ্যতা হয় ক্ষয়
সভ্য নগর কবর হচ্ছে, মানুষের পরাজয়।


৫৩/