তোমরা যারা ছুটে যাচ্ছো উর্ধশ্বাসে
বাতাসের বেগে
শব্দের বেগে
অথবা আলোকের সাথে বাজি রেখে।
কিছু মুক্তো, মানিক,রতন
না হয় হিরা,পান্না,জহরত
এইসব কিছু লুফে নেয়ার জন্যে।
তোমাদের জন্যে আমার আশির্বাদ
তোমাদের শুণ্য কোষাগার ধনসম্পদে ভরপুর হয়ে উঠুক।
আমি কিন্ত ছুটবো না তোমাদের পিছু পিছু।
আমি এখানেই বসে থাকবো
একা
এই নির্জনতার গহ্বরে,
কল্পনার রাজ্যে,
স্বপ্নের ভূবনে।
ওখান থেকে দুচার মুঠো যা পাই
তাতেই আমি খুশি রবো।
আমার হৃদয়ের রিক্ত কোষাগারে ওটাই তুলে রাখবো পরম আদরে
অনুপম ভক্তিতে।
না হয় আমার জমিদারি থাকলো না
নাইবা হলাম আমি কোন রাজ্যের অধিপতি।
এসব কিছু আমার দরকার নাই একটুও।
বরং আমি স্বপ্নই দেখব দিনভর
একাকি,
এই মানবশূণ্য নৈঃশব্দের কান্তারে।
তারপর
কোন একদিন
কল্পনার রাজ্যে হয়তো আমি
সত্যি হয়ে যাবো একজন নিরঙ্কুষ কর্নধার।
সেখানে আমি নিজেই রাজা, নিজেই প্রজা।
নিজের মধ্যেই সব।
বাস্তবে না হোক কল্পনায়তো!


৪৭.১৪