কান্না আমার এই জীবনের অতি বড় সম্পদ
কান্নার মাঝে খুঁজে পাই আমি
শুদ্ধ মনের  নিখাত প্রেমের   প্রমোদ।
হাসীর মধ্যে কান্নার রেশ থাকলে মধুর হয়
কথার মধ্যে কান্নার ছোঁয়া তাই এতো মধুময়।
কবিতার ভাঁজে কান্না থাকলে হৃদয়ে জোয়ার ওঠে
গানের কথায়, সুরের ভাঁজে কান্নার ঢেউ ছোটে।
লৌকিকতার উপরে দেখি কান্নাটা সুমধুর
শুদ্ধ সুখের বর্ষা হৃদয়ে কান্না বেদনা বিধুর।
পাওয়া নাপাওয়ার মিশ্রীত সুখে কান্নাটা যদি থাকে
হৃদয়ের মাঝে স্বর্গ সুখের ঢেউখানা শুধু জাগে।
শুদ্ধ আকাশে রিদ্ধ প্রকাশ তক্ষুনি দেখা যায়
আকাশের মাঝে কালোমেঘ হলে মধুরতা ফিরে পায়।
ক।৫১/৩৫