কে?


কোটি কোটি তারকার ঐ ফুলে ফুলে
নিখিল হৃদয়পুড়ে বিশ্ব বাসর আজ কে সাঁজালো?
কোটি কোটি মানুষের হৃদয় বীণার ঝংকারে
প্রেমের আকুল সুর কে বাঁজালো?
ঐ দুর বহুদুর দুরে
কোটি কোটি ধুমকেতু,নীহারিকা,আর ছায়াপথ
আরো যত অগণিত জ্যোতিস্ক ঐ যে চলে
কে বল তাদের এই পথ দেখালো?
অন্ধ হৃদয়জুড়ে জ্ঞানের আলোর মশালে
সুপথ চলতে বল কে শেখালো?
মায়ের জড়ায়ু কুপ, অন্ধ, বন্ধ ঐ কালো কারাগারে
কে বল তোমায় আজ মানুষ বানালো?
পৃথিবীর রূপ, রস, গন্ধ এবং এই দারুন মায়ায়
কে তোমায় বল আনালো?
গাছেগাছে, শাখেশাখে, হাজার রকম ফুল কে ফোটালো?
ফুলের বুকেতে ঐ হৃদয় পাগল করা গন্ধ মজার
কে জোটালো?
হাজার রকম গাছে মিষ্টি মধুর ফল কে ফলালো?
রাতের নিখিল দ্বারে বিশ্ব প্রদ্বীপ বল কে জ্বলালো?
ঐ যে বিরাট দেহ পাহাড়ের বুক চিড়ে চিড়ে
শীতল পানির ঐ ঝরনাগুলোকে
কে ঝরালো?
শুস্ক,উষর ভুমি আকাশের পানি দিয়ে আজ
শষ্য শ্যামল বল কে করালো?
আকাশের গায়ে গায়ে ঐ যে মায়াবি পাখিগুলো
কে ভাসালো?
পৃথিবীর বুক চিড়ে মধুর পানির এই ধারা
মানুষের জন্য কে আসালো?
মায়ের বুকের ঐ রক্ত, মাংস চিড়ে
শিশুর খাবার বল কে আনালো?
কোথায়, কি ছিলে তুমি? কে তোমার এই চেহারায়
শ্রেষ্ঠ মানুষ বানালো?
২৬/২