ঘরের দরজার ওপারে
শোনা যায় কার
অস্পষ্ট পায়ের আওয়াজ।
অন্ধকারাচ্ছন্ন গোধূলির নিমগ্ন চিন্তার আড়ালে
কে দাড়িয়ে আছো?
ওখানে।
অদ্ভূত ছায়াশীর্ষের মতো।
কে তুমি?
তুমি কি কোন অতিন্দ্রীয় বায়বীয় নারী?
অসূর্যস্পর্শা।
আলোআঁধারের সীমারেখার ওপারে
আমার স্বপ্নাবিষ্ট অধিচেতনার নির্জনতায়, নিমগ্নতায়।
ইতস্ততঃ বিচরণশীলা।
আমাকে মোহাবিষ্ট করে তোল
আমাকে প্রেমাবিষ্ট করে বেঁধে ফেলো
অতিকল্পরাজ্যের দুর্গনন্দিনীর মতো।
তোমার পরিচয়ের প্রকৃত রহস্য উদঘাটন করতে করতে
নিজেই  নিখোজ হয়ে যাই।
আমার অস্তিত্বের গভীরে বসবাস করো প্রতিটি মুহূর্ত
তবুও তুমি কোথাও নেই।
তাহলে কে তুমি।?
৪৯/৩০