কত বড় ক্ষত চিহ্ন আমার
তোমার চোখের সামনেই
অথচ তুমি দেখেও দেখো না
অথবা না দেখার ভান করো।
হয়তো তোমার চোখের অন্ধবিন্দুটা
অনেক প্রশ্বস্ত হয়েছে আজকাল।
সুস্পষ্ট ক্ষত চিহ্নগুলো দিবালোকের মতো সামনেই
অথচ তোমার চোখের আড়ালেই রয়ে যাচ্ছে বারবার।
কি এমন ক্ষতি হবে তার
যদি ঐ হাতের স্পর্শে অথবা চোখের শুভদৃষ্টিতে
শুকিয়ে যায় কারো অন্তঃক্ষরণ
নিভিয়ে যায় কারো অস্তর্দহন
তবে মানুষের কাছে এতটুকু মহত্বের দাবি
করতে পারি না কি?
৫০/১৯