একটা অবোধ শিশু, বয়সটা হয়তোবা হবে পাঁচ,ছয়
রাস্তায় ঘোরে,ফেরে,নাই তার ভয়।
কচুরিপানার মতো ভেসে যায় সারা বেলা আপনতো কেউ তার নয়
কোন এক মহাজন মাথায় হাতটি রেখে
বাবার মতন যদি করে অভিনয়
কি এমন হয়।
কেউ ডাকে এই ব্যাটা, কেউ ডাকে টোকাইটা
কেউ ওরে পথশিশু কয়।
কোন এক মায়ে এসে ভূল করে হেসে হেসে
কোলে তুলে নিয়ে তারে
মায়ের মতন যদি করে অভিনয়
কি এমন ক্ষতি বলো হয়।
এই সব শিশুদের ভূল করে যদি কারো
এতটুকু দয়ামায়া হয়
এতটুকু ভালবেসে কিঞ্চিত শুধু হেসে
উহাদের মন যদি করে ফেলো জয়
কি এমন ক্ষতি বলো হয়।
তোমাদের পৃথিবীর অতি বড় আয়োজন
সব কিছু হয়ে যাবে পন্ড?
উহাদের স্নেহ দিলে পৃথিবীটা হয়ে যাবে খন্ড বিখন্ড?
ভূল করে উহাদের মানুষের মতো যদি
করে ফেলো গণ্য
পৃথিবীর প্রগতিটা থামবে কি উহাদের জন্য?
উহাদের সন্তান মনে করে কোন দিন
কারো ঘরে ঠাঁই যদি হয়
পৃথিবীর কি এমন ক্ষতি বল হয়।