প্রিয় বন্ধু,
কি হয়েছে তোমার?
কেন তুমি একা বসে থাকো নির্জনে?
নৈঃশব্দের স্নেহসিক্ত কোলে,
কথা বলোনা আর আগের মতো প্রাণখুলে
সদাহাস্যমুখে।
চার দেয়ালের মধ্যে নিজেকে লুকিয়ে রাখো
রাতের গভির অন্ধকারের গহিণ অতলে
নিজেকে ডুবিয়ে রাখো
অতিসন্তর্পণে।
সচকিত চোখে এদিক সেদিক তাঁকাও
নিভৃত চোখের ছলছল জল
কারো চোখে যেন না পরে।
প্রিয় বন্ধু,
কি হয়েছে তোমার?
তুমি কি সাম্রাজ্য হারিয়ে ফেলেছো?
তোমার প্রজাসাধারণ
অথবা অতিআপনজন
যারা হৃদয়কোন্দরে পরিবেষ্টিত ছিল খুব কাছাকাছি
তারা কি ভূল বুঝে চলে গেছে অনেক দূরে
তোমাকে একা ফেলে?
নাকি অতিপ্রিয় কোনমুখ তোমার সাদামুখখানা কলঙ্কিত করেছে।
নাকি প্রিয় কেউ বিশ্বাসঘাতকতা করেছে তোমার বিষন্ন বদন প্রত্যক্ষণের আশায়।
প্রিয় বন্ধু,
কি তুমি হারিয়েছো?
যা আগে ছিল
এখন আর তা নেই।
আসলে কি হয়েছে তোমার?
৪৭/২৩