আমি ৭ই মার্চের কথা বলছি।
আমি রেসকোর্চ ময়দানের কথা বলছি
আমি একজন কবি শেখ মুজিবের কথা বলছি।
সেই কবির রাজনৈতিক কাব্য শোনার জন্যে
বাংলাদেশের লাখো লাখো সূর্যসন্তানের পদভারে
রেসকোর্স ময়দানের কানায় কানায় জনসমূদ্রে পরিনত হয়েছিল সে দিন।
একজন কবির অমর কাব্যগাঁথা শুনবেন বলে
লাখো লাখো বাঙালীকাব্যপ্রেমিক সন্তানেরা স্বাধিনতার ভাবমন্ত্রকাব্যে উজ্জীবিত হয়েছিল সে দিন।
তারপর স্বাধিনতার কবি শেখ মুজিবুর রহমান আসলেন।
এরপর স্বাধিনতার বিপ্লবীকাব্যমন্ত্র পাঠ করলেন কবি।
আমি যেন শুনতে পেলাম কবি নজরুলের বিদ্রোহী কবিতার প্রতিধ্বণি।
“বল বীর বল উন্নত মম শীর”
আমি যেন শুনতে পেলাম কবি নজরুলের শিকল ভাঙার গান
“কারার ঐ লৌহকপাট”
আমি যেন শুনতে পেলাম কবি নজরুলের
রণসঙ্গীত
“চলচলচল উর্ধ্বগগণে বাজে মাদল”
কবি নজরুলের কণ্ঠে উচ্চারিত হয়েছিল ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে
আর কবি শেখ মুজিব গাইলেন পাক অপশাসনের বিরুদ্ধে।
সেদিনের রেসকোর্সমযদানের জনসমূদ্র থেকে
আরেক প্রতিবাদী কবির নাম আমাদের চেতনায় লেখা হয়ে গেল।
তিনি হলেন স্বাধিনতার কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।




৪৬.১০