আজ সারাটা বিকেল শুধু ভাবলাম
ভাবতে ভাবতে ভাবনার চৌহদ্দি পেরিয়ে
অবশেষে নিজের কাছে ফিরে আসলাম।
কোন কবিতার কথাই মনে আসে না আর।
মনে মনে হাল ছেড়ে দিলাম
ভাবলাম, আজ তাহলে আমার সময়টা হলো
পরিপূর্ণ অবসরের।
কবিতাহীণ দিবস।
যেই না হাল ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে
আকাশের ছাদের নীচে প্রশ্বস্ত মাঠের মাঝামাঝি
ঘাসের উপর গিয়ে চোখ বন্ধ করে শুয়ে পরেছি
অমনি কোথ্থেকে অপরিচিত শব্দগুলো
হুড়মুড় করে ঢুকে পরল মাথার মধ্যে।
কিছুতেই ঠেকিয়ে রাখতে পারছি না।
অদ্ভূত কিছু চিন্তার রেখায় হৃদয়ঘট পূর্ণ হলো।
এটাই কি আমার কবিতা?
মনে মনে হাসলাম একটুখানি
বুঝলাম, কবিতাকে আমি ত্যাগ করলে কি হবে
কবিতা  হয়তো আমাকে  ছাড়বে না কিছুতেই।
ওরাই আমার সত্যিকার বন্ধু।
৪৯/৪০