দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে
শব্দকে ছুটি দিলাম।
তাই আজ কোন কবিতা হবে না।
কবিতার শব্দজাল থেকে মুক্ত হয়ে
কবিতার স্বপ্নজাল থেকে আজ মুক্ত হবে কবি।
কবি আজ নিঃশ্বাস নেবে
পরিপূর্ণ নিঃস্বাস
শান্তির নিঃশ্বাস।
সুদীর্ঘকালের একটানা শব্দকারাগার ভোগের পর
কবি আজ স্বাভাবিক জগতে অনুপ্রবেশ করবে।
অন্তরবর্তিকালের জন্য।
আবার দেখা হবে কবিতা
কোন এক মহিমান্বিত নির্জলা সত্যের প্রহরে।
তবে আজ থাক
পাঠকের দাবিকৃত আজকের কবিতাটি
অন্যদিনে পরিশোধ করা হবে ইশ্বরের কৃপায়।
ততদিনে কবিতা আমার
ভাল থেকো।
৪৯/২৮