কোন নামে ডাকিব তোমায়
ভাবিতে ভাবিতে হায় বেলা বয়ে যায়
কোন নামে ডাকিব তোমায়।
তোমায় ডাকিতে চাই মেয়ে সাগরিকা
অথবা তোমায় ডাকি অভিসারিকা
চঞ্চলা মেয়ে তুমি গুণির ভাষায়
কোন নামে ডাকিব তোমায়।
তোমায় ডাকিব আমি মেয়ে সরলা
নাকি তুমি বাংলার নারী অবলা
নাকি তুমি সুহাসিনী কবির ভাষায়
কোন নামে ডাকিব তোমায়।
সুকেশিনী মেয়ে তুমি সুন্দর অতি
তুমি যেন চাঁদিমার দ্বাদশীর জ্যোতি
মেয়ে তুমি সুভাষিণী প্রেমের ভাষায়
কোন নামে ডাকিব তোমায়।
সুবাসিনী মেয়ে তুমি ভালো লাগে বেশ
কখনও বা অভিমানী সুধায় অশেষ
দরদীয়া মেয়ে তুমি দুখীর ভাষায়
কোন নামে ডাকিব তোমায়।
তুমি যেন অপ্সরী অতি সুন্দরী
রূপের রাজ্যে তুমি যেন এক পরী
মেয়ে তুমি চারুময়ী শিল্পীর ভাষায়
কোন নামে ডাকিব তোমায়।
তুমি নাকি অনামিকা, নাম কি তোমার?
শতেক গুণের নাম হৃদয়ে আমার
তোমার তুলনা তুমি আমার ভাষায়
কোন নামে ডাকিব তোমায়।


ক।৫৪/২২