আমি কিভাবে আমার স্বপ্নের ছবি আঁকবো
কিভাবে আমার ভাবনার ছোঁয়া রাখবো।
কিভাবে আমার হৃদয়ের কথা বলবো
কিভাবে আমার পথহারা পথে চলবো।


কেমনে আমি যে কবিতার কথা লিখবো
কেমনে আমি যে জীবনের কথা শিখবো।
কেমনে আমি যে হৃদয়ের ব্যথা জানাবো
কেমনে আমি যে শূণ্যে এ ঘর বানাবো।


কোন সাধনায় আমার আমিতে লড়বো
কোন ভাবনায় মরু উদ্যান গড়বো।
কোন যাতনায় পথের হলাম বিবাগী
কোন আরাধ্যে পরম শান্তি বিরাগী।


কোথায় আমার পরম শান্তিবাস
কোথায় আমার আত্না পরমে দাস।
কোথায় আমার নির্জন পরবাস
কোথায় আমার সত্য মুক্তিবাস।


কোনখানে আছে আমার আপনজন
কোনখানে পাবো তার সেই দরশন।
কোনখানে মেলে মুক্তো মানিক সবে
কোনখানে গেলে জীবন পূণ্য হবে।
৫০/২