এইখানেতে একটি কূড়েঘর
মাঠ ছাড়িয়ে সবুজ তেপান্তর
কোন সুদূরের স্বপ্ন যায় আসে
মাথার 'পরে সূর্যটি হাসে।
দিন দুপুরে আগুণ ছোটে আগে
ডাইনী বুড়ি চোখ পাকিয়ে থাকে।
আকাশ মাটির মিতালী এই খানে
সবুজ,শ্যামল,বিজন মাঠের টানে।
মেঘবালিকা বসে আকাশ কোণে
দারুণ হেলায় হাসে ক্ষণে ক্ষণে।
কূড়ে বাড়ির চারপাশেতে ঘেরা
দাড়িয়ে আছে আম,কদলীর বেড়া
দিনের বেলায় দারুণ হাওয়ার খেলা
হেলায় ফেলায় যায় বাড়িয়ে বেলা।
এই বাড়িটির ছোট্ট উঠোন কোনে
খেলা করে সদাই আপন মনে
নেচে নেচে দুই, তিনটি বোন
হাসি গানে কাটায় সারাক্ষণ।