আমি
একটি কবিতা লেখার জন্যে ফাগুণের কাছে গেলাম
রাষ্ট্র ভাষার মিছিলে সেখানে আগুণের ছোঁয়া পেলাম।
শহীদ হলো রে রফিক, শফিক, জব্বার ও সালাম
তাদের রক্তে লেখা আছে দেখি শেখ মুজিবের নাম।


আমি
একটি কবিতা লেখার জন্যে মার্চের কাছে যাই
একাত্তরের সাত তারিখে মুজিবের দেখা পাই।
ঢাকা শহরের কাণায় কাণায় মিছিলেই ভরভর
সোহরাওয়ার্দী উদ্দানে শুনি মুজিব কণ্ঠস্বর।


আমি
একটি কবিতা লেখার জন্যে গেলাম একাত্তরে
সেখানে দেখছি পথে প্রান্তরে শহিদী রক্ত ঝরে
সেই রক্তের বীজের মন্ত্রে  শেখ মুজিবের নাম
আমার কবিতা শেখ মুজিবের নামেই লিখে দিলাম।
৫২/৭