(গীতি কবিতা)


সখি এ কোন সুরের ইন্দ্রজালে আমায় জড়ালে
শীতল সুরের ঝরনা ধারায় হৃদয় ভরালে।
মরা নদীর শুকনো চরে জোয়ারের আভাস
সপ্তরঙ্গা পালের তরি ভাসবে বুঝি আজ।২
মোহনমায়ার সুরের আগুণ বুকে ধরালে
সখি এ কোন সুরের ইন্দ্রজালে আমায় জড়ালে
দারুণ সুরের ঝরনা ধারায় হৃদয় ভরালে।
সুরের অকাল প্লাবণে আজ হলাম দিশেহারা
লোকালয়ের সীমা ছেড়ে এ মন পাগলপারা
চোখের কোনের মরুর দেশে বৃষ্টি বুঝি হবে
মায়াবতীর গীতির ছবি হৃদয়জুড়ে রবে।২
কোকিল সুরে ঘরবিবাগী আমায় করালে।
সখি এ কোন সুরের ইন্দ্রজালে আমায় জড়ালে
শীতল সুরের ঝরনা ধারায় হৃদয় ভরালে।


(গীতি কবিতা)
১/১৪