চল যাই সোনার মদিনা আসোরে সোনার মদিনা
নবীজীর পায়ে লেগে যে মাটি সোনা হল
নবীজীর ছোঁয়া পেয়ে মরুতে ফুল ফুটিল
সে মাটি বুকে রেখে মনটা করি খাটি সোনা
চলো যাই সোনার মদিনা আসোরে সোনার মদিনা।
নবীজীর রওজা মুবারকে এসে
খুশিতে সালাম আমি দিব শেষে।
নবীজীর রোশনীতে আঁধারে সূর্য এলো
নবীজীর নূরে শেষে দোঁজাহান ধন্য হল
সে নূরের দরিয়াতে আয়রে ভাসি মুমিন মুমিনা।
চলো যাই সোনার মদিনা, আসোরে সোনার মদিনা।
(সঙ্গিতে রূপায়িত)