সত্য কথা বলার সাহস কার আছে?
কে সেই সময়ের তেজী বীর?
যার অটল উচ্চশির সমুন্নত থাকে আকাশে
আজীবন।
যার শির নত হয়নি কোনদিন
কোন অন্যায়ের কাছে,
কোন মিথ্যার কাছে,
কোন জুলুমের কাছে।
কোথায় আছে সেই মহাকালের সারথি
যার বজ্রহুঙ্কারে প্রকম্পিত হবে আকাশ
যার অনলখচিত শ্বাশত বাক্য বিজলির মতো ঝরে পড়বে মাটিতে,
ছড়িয়ে পড়বে ইথারে,
ইশানে, বিশানে।
কোথায় আছে সেই চিরায়ত বীর?
আধিপত্যবাদের কবল থেকে পৃথিবীর নিপীড়িত মানুষগুলোকে উদ্ধার করবে
অসীমসাহসীকতায়।
কে সেই ধরত্রীর বীরবিক্রম?
কে সেই বীরশ্রেষ্ঠ?
কে সেই সত্যসেনা?
কে সেই মানবতারকল্যাণব্রতীমহাসেনানী?
যার মাথা হিমালয়ের শিখর চূড়ারমতো দৃশ্যমান থাকে
চীরদিন
ঐ মহাকাশে।
৪৭/৫