শেষ সন্ধ্যার মায়াবী অন্ধকারে
কে তুমি দাড়িয়ে আছো
আমার জীবনের পথপ্রান্তে।
কোন সে মোহিনী নারীর
  সুরভি এলোচুল ওরে অস্পষ্ট আলোয়।
কে তুমি মোহিণী নারী।
মুখ ফিরিয়ে রেখেছো ভিন্নদিকে
পশ্চিম সীমান্তের দিকে
দেখতে দাওনা কিছুতেই মায়াবীমুখ।
উজানি হাওয়ার ভাব তরঙ্গে দুলে ওঠে অন্তর।
হৃদয় স্পন্দনে অনুভূত হয় তার স্বর্গীয় স্পর্শ
তবুও তুমি নির্লিপ্ত, উদাসিন।
মুখ ফিরিয়ে রেখেছো অন্য দিকে।
চোখ ফিরিয়ে রেখেছো উদাসিনতায়
তুমি কি আমার
অস্পষ্ট আলোর সেই মোহিনী নারী?
৫২/৮