একদিন ছিল যেটা অন্যের প্রিয় কোন সম্পদ
অন্যের হৃদয়ের একান্ত আপন
অন্যের হৃদয়ের মোহনীয় ধন
আজ সেটা হয়েছে তোমার।
আজকের সম্পদ জানি আমি জানি
তোমাদের অনেক প্রিয়।
তবুও সে সম্পদ  একদিন শেষের বেলায়
অন্যের হাতে তুলে দিও।
তারপর অন্যের হৃদয়ের পিন্ডটা
আর কারো হাতে তুলে দেবে।
তারপর তাদের এই মুক্তো মানিক
আরো কারো হাতে তুলে দিয়ে
হিসাবটা চুকিয়ে নেবে।
এভাবেই চলছে যে হৃদয়ের মানিক রতন
অন্যের হাতে তুলে দেয়া
অগণিতকাল ধরে এই সব নিয়মে
জীবনের হিসাবটা চুকিয়ে নেয়া।
মানুষ বোঝে না কেন কোন কিছু নয়তো নিজের
তবুও করছে তারা শুধু কাড়াকাড়ি
অন্যের সম্পদে শুধু বাড়াবাড়ি
বুঝেও বোঝে না তারা কেন যে আবার
জীবন কেবলি তাই হচ্ছে বিষের
বুঝি না এ বিত্তের মোহটা কিসের!