দ্যুলোকে ভুলোকে সকলই ছাড়িয়া
তুলিয়াছি দুই হাত
কবুল কর এই গরীবের
শুধু এ মোনাজাত।
নিজেরে ভূলিয়া মনে শুধু রাখিলাম
যত আছে তব পবিত্র সব নাম
মুখে যেন থাকে তব গুণগান
এই শুধু মোর সাধ।
কবুল কর এই গরীবের
শুধু এ মোনাজাত।
এই জীবনে আর কিছু চাওয়া নাই
তোমার পায়েতে ঠাঁই যেন শুধু পাই।
তোমার আলোয় মোর কালো রাত
হয় যেন প্রভাত।
কবুল কর এই গরীবের
শুধু এ মোনাজাত।


       (সঙ্গিতে রূপায়িত)
         স।২/৩১