এ ঘর তোমার শত সাধনার ধন
শত বাসনার অশ্রু সাগরে গড়া
যুগে যুগে তারে রেখেছো বুকের মাঝে
এঁকেছো স্বপন সকাল,দুপুর,সাঁঝে।


তোমাদের ঘর সুখের ঠিকানা করো
জীবনের প্রেমে স্বপ্ন তীর্থ গড়ো।
দুঃখে,কষ্ঠে, দু'চোখে অশ্রু ঝড়ো
হাসীর জোয়ারে শূণ্য হৃদয় ভরো।


তোমাদের ঘরে ঝরুক করুণাধারা
চিরনিশিদিন হয়ে থাক প্রেমপারা।
মায়া মমতায় হয়ে থাক ভরপুর।
তোমাদের এই শতকোটি ঘর আজ
হোক মঙ্গলপুর।