আমার হৃদয় জুড়ে আছে এক ময়না পাখি
এই পাখি সারাবেলা কি রকম করে ডাকাডাকি।
কি রকম সূর তুলে গেয়ে যায় সুমধুর গান
কি রকম মায়া চোখে তাকায় আমার দিকে সারাটা বেলা
ও চোখের মায়া লেগে আমার তপ্তমরু জুড়ায় পরান।
আমার ময়না পাখি দুষ্ট বড়
অকারনে সারাক্ষণ হাসে আর হাসে
আমার ময়না পাখি চঞ্চল খুব বেশি বড় মায়াময়
ঘরময় সারাবেলা নাচে আর নাচে।
কথা বলে সারাক্ষণ কলকলিয়ে
রঙ্গিণ পোষাকে ও যে কখনো বা ওঠে খুব ঝলমলিয়ে।
আমার ময়না পাখি কখনোবা অকারনে করে জেদটা
আমি যে সামান্য লোক কি করে বা বুঝি তার হৃদ-ভেদটা।
আমার ময়না পাখি খাঁচার মধ্যে বসে করে শুধু ভাব
আমি যে বুঝি না কিছু নিজের মধ্যে দেখি ভাবের অভাব
বুদ্ধিটা সামান্য, জ্ঞানের পরিধি ছোট, মূর্খ স্বভাব।