তোঁরা আল্লাহ, নবীর কথা বলো,বলো মুসলমান
তুমি আখেরেতে মুক্তি পাবে খোদারই ফরমান।
এই জীবনের আগে তুমি বলো কোথায় ছিলে?
ভবের জীবন কেমন করে কাহার দয়ায় পেলে?
কিসের ধোকায় পথ ভূলে যাও ভূলো খোদার দান।
তোঁরা আল্লাহ, নবীর কথা বলো,বলো মুসলমান
তুমি আখেরেতে মুক্তি পাবে খোদারই ফরমান।
জীবনে তুঁই কি পেয়েছিস, আবার কি না পেলি
যোগ বিয়োগের এমনি ধাঁধাঁয় জীবনটা হারালি।
বৃথায় কাঁদিস মিছে মায়ায় পথের ধূলায় বসে
অকারনে  হেসে ওঠো মানিক পাবার জোসে।
পথের মায়ায় দিন ফুরালো জীবন হলো ম্লাণ
কাহার দানে জীবন তোমার হলো পূণ্যবান
ভেবেছো কি একটিবারও তাহার অবদান
তোরা আল্লাহ নবীর কথা বলো বলো মুসলমান।
তুমি আখেরেতে মুক্তি পাবে খোদারই ফরমান।


(ভক্তিমূলক সঙ্গিতে রূপায়িত)


স।১/২০