তুমি আমার জীবনের মধ্যে বসবাসকারী
আরেকটি জীবন
তুমি আমার উন্মনা মনের ভিতরের আরেকটি মনন।
তুমি আমার আত্নায় অবস্থানকারী
আরেকটি আত্না।
তুমি আমার প্রিয় কবিতার অন্তরে বসে থাকা একটি প্রিয়তম কবিতা।
তুমি আমার সত্বার মধ্যেকার আরেকটি সত্বা।
তুমি আমার আকাঙ্খিত প্রিয়মুখের চেয়েও অধিকতর প্রিয়।
তুমি আমার “আমি”র চেয়েও অধিক প্রিয় “আমি”
তুমি আমার  স্বামীর চেয়েও অধিক প্রিয়স্বামী
তুমি আমার অন্তরাত্নার ভিতরের অন্তর্যামী।
তুমি আমার চেতনার উপরিভাগ থেকে
অবচেতনের গভীরে বিদ্যমান আরেকটি সুচেতনা।
আমার কল্পনার অধীতে তুমি থাকো
অস্থির আসনে আমাকে সাধনায় বসে রাখো।
তুমি থাকো অসীমে
আমার মধ্যেই আমাকে বেঁধে
ফেলে রেখেছো মৃত্তিকাভূমে।
তুমি থাকলে আমি থাকি
তুমি না থাকলে আমি হারিয়ে যাই
আমি “না” হয়ে যাই।
৪৬/৩০